সপ্তম অধ্যায়
জনসংখ্যা
বহু নির্বাচনী প্রশ্ন
১। কিসের ভিত্তিতে বিশ্বের লোক গণনা করা হয়?
ক) বিশ্বব্যাপী খ) স্থানীয় গ) আঞ্চলিক ঘ) জাতীয়
২। জনসংখ্যা কী ধরনের উপাদান?
ক) পরিবর্তনশীল খ) সক্রিয়
গ) অপরিবর্তনশীল
ঘ) সক্রিয় পরিবর্তনশীল
৩। প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৫ খ) ৪
গ) ৩ ঘ) ২
৪।
জনসংখ্যার ঘনত্ব কোথায় সবচেয়ে কম?
ক) খুলনায় খ) পঞ্চগড়ে
গ) সুন্দরবনে ঘ) সিলেটে
৫। জনসংখ্যা পরিবর্তনের কারণ—
i. অভিবাসন ii. মৃত্যু
iii. জন্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
ক) ৫ খ) ৪
গ) ৩ ঘ) ২
৭। উন্নয়শীল দেশে কোন ধরনের জনসংখ্যা বেশি?
ক) স্বাবলম্বী খ) কর্মক্ষম গ) যুবক ঘ) নির্ভরশীল
৮।
স্থূল জন্মহার কোন এককে প্রকাশ করা হয়?
ক) লাখে খ) শতকে গ) মিলিয়নে ঘ) হাজারে
৯। নিচের কোনটি নির্দিষ্ট?
ক) প্রাকৃতিক সম্পদ
খ) জনসম্পদ
গ) অর্থনৈতিক সম্পদ
ঘ) শিল্প সম্পদ
১০। অভিবাসন কত ধরনের?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মৃত্তিকার সাত সন্তান। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের মধ্যে জমি ভাগ করে দেন তিনি।
১১। উদ্দীপকে কোন সমস্যাটি লক্ষণীয়?
ক) ভূমিগত খ) জনসংখ্যা গ) অর্থনৈতিক ঘ) সামাজিক
১২। উক্ত সমস্যাটির সরাসরি প্রভাব—
i. জমির উর্বরতা হ্রাস
ii. ভূমির উন্মুক্ততা
iii. মাটিদূষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। মরুকরণের ফলাফল—
i. মাটিদূষণ
ii. মাটিতে অনুজীব সৃষ্টি বাধাগ্রস্ত হওয়া
iii. জলাশয় ভরাট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। পৃথিবীর শতকরা কত ভাগ পানি পানের জন্য উপযুক্ত?
ক) ১ খ) ২
গ) ৩ ঘ) ৪
১৫।
অভিবাসনের কারণে পরিবর্তন ঘটে—
i. সামাজিক ii. অর্থনৈতিক
iii. জনবৈশিষ্ট্যগত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে কোন ধরনের অভিগমন ঘটে?
ক) স্থানীয়
খ) আন্তর্জাতিক
গ) গ্রামীণ
ঘ) রাষ্ট্র অভ্যন্তরীণ
১৭। জনসংখ্যার বণ্টন কী ভেদে নির্ণয় করা হয়?
ক) প্রকৃতি খ) আকারগত গ) স্থান ঘ) ঘনত্ব
১৮। বলপূর্বক অভিগমনের প্রত্যক্ষ চাপ কোনটি?
ক) সামাজিক
খ) রাজনৈতিক
গ) অর্থনৈতিক
ঘ) সাংস্কৃতিক
১৯। বলপূর্বক অভিগমনের কারণ—
i. যুদ্ধ
ii. সাম্প্রদায়িক বৈষম্য
iii. জাতিগত দাঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। যে ভূমি মানুষের কাজে লাগে ও সম্পদ সৃষ্টি করতে পারে তাকে কী বলে?
ক) কৃষিজমি
খ) ব্যবহৃত ভূমি
গ) কার্যকর ভূমি
ঘ) অব্যবহৃত জমি
উত্তর : ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. গ।