November 6, 2025, 9:55 pm
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে চাঁদপুর-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে তানভীর হুদা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী রাস উৎসব পরিদর্শন  কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ প্রথমবারের মতো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দেশের প্রথম কেবল স্টেইড ব্রিজ হবে মতলব-গজারিয়া সেতু : সেতু সচিব আবদুর রউফ মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২০ কেজি জাটকা উদ্ধার ; এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ মতলব উত্তরে গাঁজা চাষের সন্ধান ; ৪টি গাছ উদ্ধার ক্যাম্পাসে শৃঙ্খলা ভাঙলে বহিষ্কার: ছেংগারচর সরকারি কলেজের কঠোর নির্দেশনা বিএনপির নেতা সালাউদ্দিন মাহতাবকে জরিয়ে ভুয়া কল রেকর্ড প্রচারণা চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়ার পর বাবা-মা’সহ প্রয়াত বিএনপির নেতাদের কবর জিয়ারতে ড. জালাল উদ্দীন অনলাইন নারীর দ্বৈত চরিত্র : সুবিধাবাদী ব্যবহার ও সামাজিক দ্বন্দ্ব

মতলবে ইসলামী আন্দোলনের নির্বাচনী শোডাউনে হাতপাখা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া

মমিনুল ইসলাম:
Oplus_16908288

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, ৫৪ বছরে বাংলাদেশের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়াই আমাদের কাজ। ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় এলে জুলুম-নির্যাতন, সন্ত্রাস, মাদক ও রাহাজানিমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে পারব এই লক্ষ্যেই আমরা কাজ করছি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মতলব উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের আয়োজনে শ্রীরায়েরচর ব্রিজ চত্বরে দিনব্যাপী নির্বাচনী শোডাউন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুফতি মানসুর আহমদ সাকী বলেন, মতলবে মানুষ এখনও তাদের মৌলিক অধিকার ফিরে পায়নি। এই এলাকার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। ঢাকা থেকে মতলবের দূরত্ব খুব কম হলেও যোগাযোগ ব্যবস্থার অভাবে অর্থনৈতিকভাবে এই অঞ্চল পিছিয়ে আছে। আমরা ক্ষমতায় এলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবো।

তিনি আরও বলেন, কালীপুর থেকে ভবেরচর-গজারিয়া পর্যন্ত যে সেতুটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় আছে, আমরা নির্বাচিত হলে সেই সেতু বাস্তবায়ন করব। এতে ঢাকার সঙ্গে মতলবের সরাসরি যোগাযোগ স্থাপন হবে এবং মতলবের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রতি জনগণের সাড়া প্রসঙ্গে ইসলামী যুব আন্দোলনের এই নেতা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে মানুষের একটাই প্রত্যাশা—ইসলামী শাসন প্রতিষ্ঠা। ৫৪ বছর অনেক দল, অনেক প্রতীক দেখেছে মানুষ, এখন তারা ইসলামকে চায়। সেই জায়গা থেকেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মতলবের মানুষ দল-মত নির্বিশেষে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই তারা হাতপাখা বেছে নেবে।

মুফতি মানসুর আহমদ সাকী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিজয়ী হতে পারলে মতলবকে একটি শান্তিময়, নিরাপদ, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজে পরিণত করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, কেন্দ্রীয় নেতা শাহজাহান আল হাবিবী, মতলব উত্তর সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি ডালিম চৌধুরী, মুজাহিদ কমিটির সভাপতি আতাউল্লাহ, মহসিন পৌর সভাপতি গাজী এমদাদুল হক মানিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা