চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন। বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছর পর এ প্রথমবারের মতো এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যা এর উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন হয়।
পুরুষ অভিভাবক শাখায় মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এরফান মিয়া (ভূট্টু) ২নং ব্যালট নিয়ে সর্বাধিক ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সফিউল্লাহ নিজাম মিয়া (৭নং ব্যালট) ও টিপু শিকদার (৫নং ব্যালট) সমান ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া ইউসুফ আলী ১২২ ভোট পেয়ে জয়লাভ করেন। মহিলা অভিভাবক সদস্য পদে মোসাম্মদ কামরুন্নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্য প্রার্থীদের মধ্যে জসিম খান (৪নং ব্যালট) পেয়েছেন ১২১ ভোট, ৮নং ব্যালটধারী প্রার্থী পেয়েছেন ৮২ ভোট, মাইনুল ইসলাম (৬নং ব্যালট) ৫৫ ভোট এবং জাকির হোসেন (৩নং ব্যালট) ৫৪ ভোট পান।
বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৭৩৬ জন, ভোটার ৬৫১ জন, মোট কাস্টিং ভোট ৩৪২টি, এর মধ্যে ৩৫টি ভোট বাতিল হয়।
অভিভাবক ভোটার সাইফুল ইসলাম, মো. আলম মিয়াজি, টিপু সুলতান বলেন, বিদ্যালয়ে এত সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে, তা ভাবিনি। প্রশাসন ও শিক্ষকরা সুন্দরভাবে নির্বাচনটি পরিচালনা করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বলেন,মবিদ্যালয়ের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক ও শিক্ষক সমাজের সহযোগিতা প্রশংসনীয়।