চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের নবাবনগর হাসান মিয়াজির বাড়িতে সোমবার (৩ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা বিজ্ঞাপন সংস্থা AMV BBDO-এর উদ্যোগে ৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাখোয়াত হোসেন। এ সময় বক্তব্য রাখেন AMV.BBDO ইন্টারনিউগ বিশেষজ্ঞ মো. হাসান মিয়াজি, আনুষ্ঠানিক মানবসম্পদ ব্যবস্থাপনা পরিচালক শিখা আক্তার, সদস্য আল মামুন ও ইসমাইল সরকার।
বক্তারা বলেন, AMV BBDO শুধু একটি বিজ্ঞাপন সংস্থা নয়, এটি মানবিকতার এক প্রতীক। আমরা বিশ্বাস করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সাফল্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রেফাত সরকার, ইবা আক্তার, সারোয়ার মিয়াজি, ইউনুস মিয়াজী, পলি আক্তার, মনিরা আক্তার, মানসুরা বেগ, ঝর্ণা আক্তার ও নুপুর আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশ্বখ্যাত এই বিজ্ঞাপন সংস্থা AMV BBDO হলো BBDO গ্লোবাল নেটওয়ার্কের একটি শাখা, যার সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা সৃজনশীল বিজ্ঞাপন ও সামাজিক দায়বদ্ধতার জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে।
সংস্থাটির কর্মকর্তারা জানান, মানবিকতার মূল্যবোধ থেকেই এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
তারা বলেন, ভালো কাজের মানে পুরস্কারের মধ্যে নয়, বরং অন্যের জীবনে আশার আলো জ্বালানোয়। আমরা দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র, প্রতিবন্ধী ও এতিমদের সহায়তা করে যাচ্ছি। বাংলাদেশে আমাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের আয় বৃদ্ধি।
উল্লেখ্য, পাঁচ বছর আগে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে AMV BBDO বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এরপর থেকে সংস্থাটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও দাতব্য উদ্যোগে অংশগ্রহণ করছে।