চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামে গাঁজা চাষের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে।
জানা যায়, শহীদুল্লাহ মল্লিকের ছোট ভাই জামাল মল্লিক নিজ বাড়ির পাশে গোপনে গাঁজা চাষ করছিলেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ৪টি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজা গাছগুলো উদ্ধার করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।