চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নতুনবাজার এলাকায় অবস্থিত ৫টি ডায়াগনস্টিক ও ডেন্টাল সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার (২১ জুলাই) দিনব্যাপী মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যেসব প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় সেগুলো হলো, বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার, নিউ হেলথ ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, মোহাম্মদিয়া ডায়াগনস্টিক সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার।
অভিযানের উপজেলা মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন ও মতলব উত্তর থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন।
অভিযানকালে বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার-এ অনুমোদিত চিকিৎসকের অনুপস্থিতিতে রোগী দেখা ও চিকিৎসা সেবা প্রদান করায়, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অন্যদিকে, পরিদর্শিত অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারসমূহে কিছু ব্যত্যয় ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত কাগজপত্র ও বিধিনিষেধ অনুসরণ করে কার্যক্রম চালানোর নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন চিকিৎসা কিংবা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিকর।