চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে পড়ে রাফসান নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৪ আগস্ট) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাফসান (২) ইব্রাহিম খলিলের ছেলে। বিকেলে খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে। দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছেংগারচর আসলে রাফসানের মৃত্যু হয়। এরপর তার লাশ বাড়িতে নিয়ে যায় পরিবার।
অকালপ্রয়াত রাফসানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।