চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় ইউএনও, এসিল্যান্ড ও ওসি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন বাদসা, সালাউদ্দিন দেওয়ান, ইসমাইল খান টিটু, আতিকুর রহমান দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, সদস্য খোলাম নবী খোকন, লতিফ মিয়াজি, মমিনুল ইসলাম, মুরাদ দেওয়ান প্রমুখ।