চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের লবাইর কান্দি গ্রামের শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আহম্মেদ উল্লাহ মাস্টার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (৫ অক্টোবর) জোহর নামাজের পর লবাইর কান্দি আল-আমিন মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন নেত্রকোনা নূর মদিনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা আতাউল মোস্তফা রেজভী আল ক্বাদেরী।
জানাজা নামাজে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব আহম্মেদ উল্লাহ মাস্টারের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত থেকে এলাকার শিক্ষা ও মানবকল্যাণে কাজ করে গেছেন।
উল্লেখ্য, তিনি ছিলেন সিঙ্গাপুর প্রবাসী ও মতলব উত্তর উপজেলা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থার সহ-সভাপতি গোলাম মহিউদ্দিনের পিতা এবং লবাইর কান্দি গ্রামের মরহুম আব্দুল হক মুন্সি (লাক মুন্সি)-এর জ্যেষ্ঠ পুত্র।
আলহাজ্ব আহম্মেদ উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এলাকাবাসী ও সহকর্মীরা।