চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে খুকি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত খুকি বেগম ওই গ্রামের মামুন সরকারের স্ত্রী ও দুই সন্তানের জননী। তার বাবার নাম মুক্তিযোদ্ধা আব্দুর রব।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন খুকি বেগম। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে অসুস্থ অবস্থায় স্বামী তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী হারিয়ে স্বামী মামুন সরকার ভেঙে পড়েছেন।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্ত্রী অনেক ভালো ছিল, কোনো দিন আমাদের সংসারে ঝামেলা হয়নি। আমাদের দুটি ছোট ছোট সন্তান আছে। এখন আমি কী করব, কিছুই বুঝতে পারছি না। আমি আগে প্রবাসে ছিলাম, এখন টরকী বাজারে চা বিক্রি করে সংসার চালাই। স্ত্রীর চলে যাওয়া মেনে নেওয়া অসম্ভব।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা দাফন করেছেন।