চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) মতলব উত্তর থানার থানার এসআই দেলোয়ার হোসেন-১, এএসআই রবিউল হোসেন ও সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মো. মফিজ উদ্দিন সরকার ওরফে মফিজ (৫৮)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মফিজ উদ্দিন সরকার শ্যামপুর থানার মামলা নং–৩৪(০১)০৪ এবং দায়রা মামলা নং–২৫৪/১৬-এর আসামি। আদালত উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মতলব উত্তর থানার (ওসি) মো. রবিউল হক বলেন, আইনের চোখে কেউ অপরাধ করে কখনোই পার পাবে না। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে মতলব উত্তর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মতলব উত্তর থানা এলাকায় অপরাধ দমন, মাদক ও পলাতক আসামি গ্রেফতারে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।