চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় এলাকায় জাল টাকা দিয়ে বিকাশে টাকা পাঠানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকার মৃত নবীর বেপারীর ছেলে মিসির আলী (৪০) ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় অনিকের বিকাশের দোকানে আসে। তিনি দোকানদার আনোয়ার হোসেন অনিক (২২)-এর কাছে ৫ হাজার টাকা বিকাশে পাঠানোর অনুরোধ করেন। বিকাশ দোকানদার টাকা যাচাই করার সময় ৫০০ টাকার ৪টি নোটকে জাল বলে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।
সংবাদ পেয়ে মতলব উত্তর থানার কিলো-৫ ডিউটিতে নিয়োজিত এসআই দেলোয়ার হোসেন-১ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থলে গিয়ে জাল টাকার সত্যতা পান এবং ৫০০ টাকার ৪টি নোটসহ মিসির আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ২,০০০ টাকা (৫০০ টাকার ৪টি নোট)। এ ঘটনায় বিকাশ দোকানদার আনোয়ার হোসেন অনিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, ঘটনাস্থলে আমাদের টিম দ্রুত পৌঁছে জাল টাকার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।