চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্ৰামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. ওয়াহিদুল হাসান দিপু ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)-এর এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত উইটসা’র বোর্ড সভায় তিনি এই পদে ভূষিত হন। তিনি ২০২৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
উইটসা’র সচিবালয় থেকে এক ই-মেইল বার্তায় মো. ওয়াহিদুল হাসান দিপুকে উইটসা’র এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের পরিচালক নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সহ-সভাপতি ।
এ ছাড়াও এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র (ইসিএস) কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার)-এর সিনিয়র সহ-সভাপতি। তিনি ল্যান্ড মার্ক কম্পিউটার্স এর কর্ণধার।
বিসিএস সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন উইটসা বিশ্ব তথ্যপ্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে। এশিয়া/প্যাসিফিক অঞ্চলের পরিচালক হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো। আমি উইটসার বোর্ড, পরিচালক ও সদস্যদের পাশাপাশি বিসিএস’র কার্যনির্বাহী পরিষদ এবং সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ১৯৯৮ সাল থেকে উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৮টি দেশের মধ্যে ২২টি দেশ বর্তমানে উইটসা’র সদস্য।