November 6, 2025, 8:15 pm
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে চাঁদপুর-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে তানভীর হুদা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী রাস উৎসব পরিদর্শন  কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ প্রথমবারের মতো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দেশের প্রথম কেবল স্টেইড ব্রিজ হবে মতলব-গজারিয়া সেতু : সেতু সচিব আবদুর রউফ মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২০ কেজি জাটকা উদ্ধার ; এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ মতলব উত্তরে গাঁজা চাষের সন্ধান ; ৪টি গাছ উদ্ধার ক্যাম্পাসে শৃঙ্খলা ভাঙলে বহিষ্কার: ছেংগারচর সরকারি কলেজের কঠোর নির্দেশনা বিএনপির নেতা সালাউদ্দিন মাহতাবকে জরিয়ে ভুয়া কল রেকর্ড প্রচারণা চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়ার পর বাবা-মা’সহ প্রয়াত বিএনপির নেতাদের কবর জিয়ারতে ড. জালাল উদ্দীন অনলাইন নারীর দ্বৈত চরিত্র : সুবিধাবাদী ব্যবহার ও সামাজিক দ্বন্দ্ব

নিখোঁজের ১০ দিন পর মতলবের মেঘনায় ভেসে উঠল বৃদ্ধের গলিত মৃতদেহ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল ইউনিয়নের মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া পুরুষের গলিত মৃতদেহের উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। তিনি ঢাকার সূত্রাপুর থানার দক্ষিণ মহসিনদী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে এম এ সাত্তার (৬৫)।

গতকাল শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় ষাটনল ইউনিয়নের বড় ষাটনল এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় গলিত মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই আহসান হাবীব ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মৃতদেহটির মুখমণ্ডল ও শরীরের অংশবিশেষ পচে গিয়েছিল। শুরুতে কেউ তাকে শনাক্ত করতে পারেননি।

পরে মৃত ব্যক্তির মেয়ে সুইমায়া সাত্তার এসে লাশটি তার বাবা এম এ সাত্তারের বলে নিশ্চিত করেন। তিনি বলেন, আমার বাবা গত ২৩ অক্টোবর ঢাকার সূত্রাপুরের দক্ষিণ মহসিনদী এলাকার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আমরা ২৮ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করি। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে জানতে পারি চাঁদপুরের মতলবের মেঘনা নদীতে একটি লাশ পাওয়া গেছে। পরে এসে দেখি এটি আমার বাবার লাশ। আইনানুগ প্রক্রিয়া শেষে বাবার মরদেহ নিয়ে দাফন করব।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই আহসান হাবীব বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি নিখোঁজ এম এ সাত্তার (৬৫) এর মৃতদেহ বলে নিশ্চিত হয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা