চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মতলবের মাটি ও মানুষ’ এর ২০২৫-২০২৬ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে আসছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার তরুণদের উদ্যোগে গঠিত সংগঠনটি শিক্ষা সহায়তা, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মো. ইঞ্জিনিয়ার নাজমুল, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, মো. এমদাদুল হক জামিল ও মো. দিদার হোসেন, সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মো দিদার ভূঁইয়া, এ.এম আকাশ, ইমন মোল্লা ও মো. আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, মো. শাহাদাত হোসেন, মো ইমরান ও মো. রবিউল হাসান (সজীব) খান, অর্থ বিষয়ক সম্পাদক মো. আহিদুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মিরাজ আহমেদ মুন্না, সহ-প্রচার সম্পাদক মো. আল আমিন, দপ্তর সম্পাদক রিমন সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কাউসার আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম,
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাসিবুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সরকার সিফাত,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাসেল হাসান কৃষি বিষয়ক সম্পাদক মো জসিম উদ্দিন।
নতুন কমিটি গঠনের মাধ্যমে ‘মতলবের মাটি ও মানুষ’ আরও সংগঠিতভাবে সমাজসেবা, মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামীম খান বলেন, আমাদের সংগঠন ২০১৮ সাল থেকে মানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করছে। সেবা, ঐক্য ও মানবতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা আরও সংগঠিতভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেব।
নতুন কমিটির সভাপতি মো. ইঞ্জিনিয়ার নাজমুল বলেন, সদস্যদের সঙ্গে একযোগে কাজ করে আমরা আমাদের এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখব। প্রতিটি উদ্যোগে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ শান্ত বলেন, নতুন কমিটি সমাজসেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্যম ও ধারাবাহিকতা আনবে। আমরা চেষ্টা করব সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে।