চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক তরুণ ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গরু নিয়ে দাউদকান্দির গৌরীপুর যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে গিয়ে প্রাণ হারান ছেংগারচর পৌরসভার আধুরভিটি এলাকার মো. আবুল কালাম (৩৮)।
বুধবার (৮ অক্টোবর) বেলা প্রায় ১২টার দিকে দাউদকান্দির গৌরীপুর হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম আধুরভিটি গ্রামের সেরু প্রধানের ছেলে। পারিবারিক জীবনে তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। তার এক সন্তান রয়েছে।
নিহতের বড় ভাই মোতালেব প্রধান বলেন, আমি আর আমার ছোট ভাই আবুল কালাম সকালে গরু নিয়ে গৌরীপুর বাজারের উদ্দেশ্যে রওনা হই। দাউদকান্দি পার হয়ে গৌরীপুরের কাছাকাছি পৌঁছালে গরু বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আমার ভাই ছিল পিকআপের পেছনে। সে সময় পিছন দিক থেকে আসা আরেকটি গাড়ি এসে তাকে চাপা দেয়।
তিনি আরও বলেন, আমরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথে মৃত্যুবরণ করে সে।
হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়দের চোখে জল সবাই বলছেন, হাসিখুশি স্বভাবের পরিশ্রমী মানুষ ছিলেন আবুল কালাম। একমাত্র সন্তান ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
বাদ এশা আধুরভিটি গ্রামে ডা. নেয়াবআলী মেমোরিয়াল ট্রাস্টের ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।